ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় শিয়ালের কামড়ে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
নওগাঁয় শিয়ালের কামড়ে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর রানীনগর উপজেলার শিম্বা গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- সেলিম উদ্দিন (২৮), গৃহবধূ মালেকা বেগম (৫০) মনি বেগম (৩৫), সেলিনা আখতার (৪০), আশেদা বেগম (৫০) শাপলা খাতুন (২৫), পিয়ার আলী (৪০), নিপুন খাঁন (৪৮), হেলাল উদ্দিন (৫০) ও সাকাউন (৫)।

আহতরা সবাই শিম্বা গ্রামের বাসিন্দা।

এদের মধ্যে শিশু সাকাউনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, দুপুরে হঠাৎ করেই গ্রামের পাশের কবরস্থান থেকে একটি শিয়াল বসতবাড়িতে ঢুকে প্রথমে গৃহবধূ মালেকা বেগমকে কামড়ায়। এসময় মালেকার চিৎকারে প্রতিবেশিরা এলে শিয়ালটি অন্যদের কামড়ে দেয়। শিয়ালটির দাঁত ও পায়ের নখের আঘাতে রক্তাক্ত হয়েছে তাদের শরীর। পরে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাছকিন জাহান বাংলানিউজকে জানান, আহতদের প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক রোগ প্রতিরোধে ইনজেকশন দেওয়া হয়েছে। আপাতত তাদের আর জলাতঙ্ক রোগের আশঙ্কা নেই।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।