ঢাকা: ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চলমান অবরোধ-হরতালে সহিংসতার ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) পর্যন্ত মোট একশ’ জন অগ্নিদগ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে একথা জানান বার্ন ইউনিটের চিকিৎসক প্রফেসর সাজ্জাদ খন্দকার।
ঢামেক হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক ডা. আবুল কালাম ও সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন ও আনার সঙ্গে সঙ্গে ১ জন মারা গেছেন।
রোববার পর্যন্ত ভর্তি আছেন ৫৪ জন। আইসিইউতে আছেন ৭ জন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত ২৪ ঘণ্টায় ভর্তি করা হয়েছে ৪ জনকে। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে সায়েম, আলহাজ ও আবুল কাশেম এবং সাভার থেকে এসেছেন সুজন।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫