ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ পারাপারের সময় বেনাপোলে আটক ৩০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
অবৈধ পারাপারের সময় বেনাপোলে আটক ৩০

বেনাপোল(যশোর): বেনাপোলের পুটখালী সীমান্ত পথে অবৈধভাবে পারাপারের সময় ৩০ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত পৃথক অভিযানে এদের আটক করা হয়।

এদের বাড়ি যশোর, খুলনা, নড়াইল, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে।

পুলিশ জানায়, বিভিন্ন প্রয়োজনে এই নারী-পুরুষরা দালালের মাধ্যমে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ভারত-বাংলাদেশের মধ্যে পারাপার হচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক নারী-পুরুষদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

শনিবারও বেনাপোল সীমান্ত থেকে ২৮ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছিল বিজিবি।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, স্থানীয়দের অভিযোগ পাচারকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির গোপন আঁতাত থাকায় এক কিলোমিটার দূরত্বের এই সীমান্তে কিছুতেই নারী-শিশু পাচার ও অবৈধ পারাপার বন্ধ হচ্ছেনা।

বিজিবি কর্মকর্তাদের কাছে  এ বিষয়ে জানতে চাইলে তারা সীমান্তে জনবল কম বলে জানায়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।