ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকী সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
মিজানুর রহমানের মৃত্যুবার্ষিকী সোমবার মিজানুর রহমান চৌধুরী

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী সোমবার (২ ফেব্রুয়ারি)। একই দিন মিজানুর রহমানের বড় ছেলে আব্দুল্লাহ মিজানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।



ওইদিন সকাল ৭টায় মরহুমের কবরে ফাতেহ পাঠ ও পুস্পস্তবক অর্পণ করা হবে বলে তার পরিবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া সোমবার মরহুমের নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত ও বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে চাঁদপুরে তার নিজ গ্রামের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল হবে।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমানের স্ত্রী।

বাংলাদেশ সময় : ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।