বরিশাল: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, এসএসসি পরীক্ষার্থীদের চিন্তার কোনো কারণ নেই। র্যাব তার সর্বোচ্চ শক্তি দিয়ে পরীক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা দেবে।
রোবাবার (১ ফেব্রুয়ারি) সকালে তিনি বরিশাল নগরের রূপাতলীতে র্যাব-৮ এর কার্যালয় পরিদর্শনে আসেন। সেখানে বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন বেনজির আহমেদ।
তিনি বলেন, অভিভাবক হিসেবে কেউ অসহায় বোধ করবেন না। কারণ পরীক্ষার্থীদের নিরাপত্তায় বরিশালের সব প্রশাসন যৌথভাবে কাজ করবে।
দেশের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ধরনের নাশকতা নির্মূল করা সম্ভব। আন্দোলনের নামে যারা নাশকতা করছে তাদের দ্রুত নির্মূল করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
বেনজির আহমেদ আরো বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র্যাব সর্বাত্মক সহায়তা করবে। প্রয়োজনে পরীক্ষার্থীদের বাসা থেকে কেন্দ্রে দিয়ে যাওয়া হবে। পরীক্ষা কেন্দ্রেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
দেশের জনগণ শান্তি প্রিয়, কোনো মহল বা গোষ্ঠী দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রাখতে পারে না। জ্বালাও-পোড়াও করে সাধারণ মানুষ হত্যা করার চেষ্টা চালানো হচ্ছে। এটি ফৌজদারি অপরাধ। যে এই অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের মহাপরিচালক।
তিনি বলেন, এ ধরনের অপরাধীদের ধরিয়ে দিতে র্যাব এরই মধ্যে পুরস্কার ঘোষণা করেছে। এতে সাড়াও পাওয়া যাচ্ছে ব্যাপকভাবে। কয়েকজনকে পুরস্কার দিয়েছে র্যাব। তবে পুরস্কার দিয়েই সফলতা সম্ভব না। কেননা ১৯৭১ সালে শুধু নিজের জন্য নয় সবার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে এ দেশের মানুষ যুদ্ধ করেছিল।
নাশকতা রোধে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
বেনজির বলেন, পড়ালেখা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, শিক্ষার্থীদের পরীক্ষাকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে। এটা মেনে নেওয়া যায় না। নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জালিমদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।
এসময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহাসান, র্যাব-৮ এর সিও ফরিদ উদ্দিন বরিশালের ডিআইজি হুমায়ুন কবির, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, বরিশালের পুলিশ সুপার একে এম এহেসান উল্ল্যাহ, বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার) সোয়েব আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আবু সালেহ মো. রায়হান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে র্যাবের পক্ষ থেকে হেলিকপ্টার দিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হয়।
রূপাতলী এলাকায় র্যাব-৮ এর নবনির্মিত পল্লীতে যান মহাপরিচালক। সেখানে র্যাব-৮ এর কর্মকর্তাসহ সদস্যদের অফিস ভবন, ফোর্সেস ব্যারাক, ভিআইপি গেস্ট হাউস, কোয়ার্টার গার্ড বিল্ডিং (কোড বিল্ডিং), প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণির আবাসন ভবন, ডিফেন্সিয়াল বাংলো, সাব সেকশন ও মসজিদ রয়েছে।
মোট ছয় ভবনের মধ্যে চারটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বাকি দু’টি সম্পন্নের পথে।
এসব পরিদর্শনের পর র্যাবের মহাপরিচালক বরিশাল র্যাব-৮ এ কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে মতবিনিময় করবেন বলে র্যাব সূত্র জানায়।
উল্লেখ্য, বিএনপিসহ ২০ দলের ডাকা হরতালের কারণে পূর্ব নির্ধারিত ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে না। এর পরিবর্তে ৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫