ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
বদলগাছীতে জমি নিয়ে সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার পূর্ব খাদাইল গ্রামে জমি নিয়ে সংঘর্ষে মীর কাশেম (৮২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।



সংঘর্ষে আহাদ আলী (১২) নামে এক কিশোর ও ফেন্সি বেগম (৩৫) নামে গৃহবধূ  আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের এক খণ্ড জমি নিয়ে প্রতিবেশী আজিজুল হকের সঙ্গে মীর কাশেমের বিরোধ চলছিল।

এর জের ধরে দুপুরে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধলে আজিজুলের লোকজন প্রতিপক্ষের ওপর হামলা চালায়। তাদের মারধরে ঘটনাস্থলেই মারা যান মীর কাশেম।

বদলগাছী থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মীর কাশেমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীরা পলাতক রয়েছেন।

এ ঘটনায় বদলগাছী থনায় একটি হত্যা মামলা দায়েরের  প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।