ঢাকা: রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) পাঁচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ০৫ মিনিটে হাসপাতালের পাঁচ তলার এ ব্লকে এ আগুনের সূত্রপাত হয়।
দমকলকর্মী জিয়াউর রহমান আগুনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচ তলায় জমে থাকা ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হলেও হাসপাতালের কর্মচারীরা আগেই কার্বন-ডাই অক্সাইড দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫ আপডেট সময়: ১৬৩২ ঘণ্টা
** পিজি হাসপাতালে আগুন