জাতীয় সংসদ ভবন থেকে: রাষ্ট্রায়ত্ব জনতা ও সোনালী ব্যাংক হতে তারেক রহমান, গিয়াস উদ্দিন মামুন এবং সাঈদ এস্কান্দর গং-এর গ্রহণ করা ঋণের পরিমাণ ২৬২ কোটি ১৭ লাখ ৫৭ হাজার টাকা। এরমধ্যে জনতা ব্যাংকের জনতা ভবন কর্পোরেট শাখা হতে ১১৬ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার টাকা, সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় হতে তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে এ টাকা নেন বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার (০২ ফেব্রুয়ারি) দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনের ১০ কার্যদিবসে সরকার দলীয় সংসদ সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পির লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, তাদের ঋণের মধ্যে ফান্ডেড-২৩০ কোটি ১৫ লাখ ৩৩ হাজার এবং নন ফান্ডেড ৩২ কোটি ২ লাখ ২৪ হাজার টাকা। এসব টাকার মধ্যে ১৬৩ কোটি ৪৮ লাখ ৪৪ হাজার টাকা আদায়ের লক্ষ্যে অর্থঋণ আদালতে মামলা করা হয়েছে। বর্তমানে মামলার কার্যক্রম চলমান। বাকি ৬৬ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার টাকা নিয়মিত।
দিদারুল আলমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে (২১ জানুয়ারির) হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ২১ হাজার ৮৭৪ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। এযাবৎকালে (৭ জানুয়ারি) বৈদেশিক মুদ্রা রিজার্ভের সর্বোচ্চ পরিমাণ ছিলো ২২ হাজার ৪৬৪ দশমিক ৭৭ মিলিয়ন ডলার।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর