ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির ডাটা নেই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
হরতাল-অবরোধে ক্ষয়ক্ষতির ডাটা নেই

জাতীয় সংসদ ভবন থেকে: হরতাল-অবরোধে অর্থনীতির কি পরিমাণ ক্ষতি হচ্ছে তার ডাটা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।


 
সংসদ সদস্য নাজমুল হক প্রধান অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমান হরতাল-অবরোধে অর্থনীতির কি পরিমাণ ক্ষতি হচ্ছে? তার কোনো ডাটা সরকারের কাছে আছে কি না?
 
জবাবে অর্থমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে কত টাকার ক্ষতি হয়েছে সেরকম কোন ডাটা আমাদের কাছে নেই। তবে যেভাবে অবস্থা চলছে এর একটি সমীক্ষা চালাতে হবে। যে পরিস্থিতি চলছে এতে দেশের ক্ষতি হচ্ছে। এটা কোন দলের বিরুদ্ধে নয়, দেশের বিরুদ্ধে হরতাল করা হচ্ছে। খালেদা জিয়া দেশের ক্ষতি করছেন।
 
সোহরাব হোসেনের বিনিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে বিনিয়োগ অনেক বেড়েছে। গত ৫ বছরে বিনিয়োগ বেড়েছে ২৬ থেকে ২৭ শতাংশ। হয়তো কেউ কেউ এর সুযোগ পাচ্ছে না। বাংলাদেশে এর আগে এরচাইতে বড় কোনো বিনিয়োগ হয়নি। বাংলাদেশ এই মুহূর্তে সবচেয়ে বিনিয়োগবান্ধব।
 
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

** বৈদেশিক ঋণ ১ কোটি ৮৯ লাখ ৫৪২ কোটি
** তারেক, মামুন ও সাঈদ এস্কান্দরের কাছে পাওনা ২৬২ কোটি
** অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।