রংপুর: রংপুর নগরীর আলমনগর এলাকার তাবলীগ মসজিদের দ্বিতীয়তলার নির্মাণাধীন ছাদ ধসের ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থাই খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত আহত কারো নাম জানাতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার বিকেল পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে আটকাপড়া শ্রমিকদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। দুপুরে মসজিদের দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় এটি ধসে পড়ে। এর নিচে অন্তত ১০ থেকে ১০ জন শ্রমিক চাপা পড়েন। এদের সাতজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উদ্ধার কাজে নিয়োজিত রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আলী জানিয়েছেন, মসজিদের দ্বিতীয়তলায় প্রায় দুই হাজার স্কয়ার ফিটের ছাদটির ঢালাই কাজ করার সময় নির্মাণে কাজে ত্রুটির কারণে ছাদের সাটারিংয়ের বাঁশগুলো ধসে পড়ে।
এতে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত বলা যাচ্ছে না কীভাবে এই ঘটনাটি ঘটেছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি, পুলিশ, র্যাব ও এলাকাবাসী যোগ দিয়েছেন।
এদিকে, পুলিশের উপপরিদর্শক হোসেন আলী জানান, তারা সাত শ্রমিককে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহামেদসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার দুপুর সোয়া একটার দিকে রংপুর শহরের আলমনগর এলাকায় তাবলীগ মসজিদের নির্মাণাধীন দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় এটি ধসে পড়ে।
এতে করে সেখানে কর্মরত শ্রমিকের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। সেখানে সাত শ্রমিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদের মধ্যে একজনের অবস্থা খুবই সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
** রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধস, উদ্ধার ৬
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫