ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জিপির আন্দোলনরত কর্মীদের র‌্যাবের লাঠিপেটা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
জিপির আন্দোলনরত কর্মীদের র‌্যাবের লাঠিপেটা

ঢাকা: র‌্যাব ডেকে লাঠিপেটা করিয়ে কর্মচারীদের অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন মেনে লভ্যাংশের ৫ শতাংশ কর্মচারীদের মধ্যে সমবন্টনের দাবিতে রোববার সকাল থেকেই রাজধানীর বারিধারায় গ্রামীণফোনের মূল ভবনের সামনে অবস্থান নেন এর কর্মচারীরা।



এরপর বিকেলে হঠাৎ করেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর বেশ কিছু সদস্য তাদের ওপর চড়াও হয়।

একাধিক কর্মচারীর অভিযোগ, তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছিলেন এমন সময়  র‌্যাব সদস্যরা হাজির হয়ে কোনো কথা ছাড়াই তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। বেধড়ক লাঠিপেটায় বেশ কয়েকজন কর্মচারী আহত হন। মাটিতে ফেলেও কাউকে কাউকে পেটানো হয়। কেউ কেউ অজ্ঞান হয়ে পড়েন। আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটিতে মুহূর্তেই ফাঁকা হয়ে যায় কর্মসূচিস্থল। এ সময় র‌্যাব সদস্যরা কর্মচারীদের ব্যানারটি নিয়ে যায়।  

বাংলানিউজের চিফ অব ফটো করেসপন্ডেন্টস নাজমুল হাসান এই ঘটনার ছবি তুলতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তার ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা করে র‌্যাব সদস্যরা।  

আন্দোলনরত কর্মীরা র‌্যাবের লাঠিপেটায় চলে গেলেও ঘটনাস্থলে র‌্যাবের অবস্থান রয়েছে।

এ বিষয়ে গ্রামীণফোন কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে। মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।   

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘন্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।