রংপুর: রংপুর নগরীর আলমনগর এলাকার রোববার দুপুরে তাবলীগ মসজিদের দ্বিতীয়তলার নির্মাণাধীন ছাদ ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এ পর্যন্ত মোট আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ রোববার বিকেল সাড়ে পাঁচটায় এক শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তার নাম কবির (২৭)। তাকেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক কবিরকে উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা শেষ করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আলী।
তবে এখন পর্যন্ত আহত কারো নাম জানা যায়নি।
রোববার দুপুর সোয়া একটার দিকে রংপুর শহরের আলমনগর এলাকায় তাবলীগ মসজিদের নির্মাণাধীন দ্বিতীয়তলার ছাদ ঢালাইয়ের সময় এটি ধসে পড়ে।
তখন ধারণা করা হয়েছিল, এর নিচে অন্তত ১০ থেকে ১০ জন শ্রমিক চাপা পড়েছেন। তবে শেষমেশ আটজনকে উদ্ধারের মধ্য দিয়ে উদ্ধার তৎপরতা শেষ হয়।
এর আগে রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আলী জানিয়েছিলেন, মসজিদের দ্বিতীয়তলায় প্রায় দুই হাজার স্কয়ার ফিটের ছাদটির ঢালাই কাজ করার সময় নির্মাণ কাজে ত্রুটির কারণে ছাদের সাটারিংয়ের বাঁশগুলো ধসে পড়ে।
এতে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ধ্বংসস্তূপ না সরানো পর্যন্ত বলা যাবে না কীভাবে এ ঘটনাটি ঘটেছে। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি, পুলিশ, র্যাব ও এলাকাবাসী যোগ দেন।
অপরদিকে, পুলিশের উপপরিদর্শক হোসেন আলী জানান, শ্রমিকদের ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহামেদসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫
** রংপুরে নির্মাণাধীন মসজিদের ছাদ ধস, উদ্ধার ৬
** রংপুরে নির্মাণাধীন মসজিদে ছাদধস: উদ্ধার তৎপরতা চলছে