ঢাকা: রাজধানীর মিরপুরে কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত শ্রমিকদের মধ্যে ১১জনের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তেজগাঁও উন্নয়ন সার্কেলের কর্মকর্তা শাকিল আহমেদ নিহতদের স্বজনকে ২০ হাজার টাকা করে দেন।
নিহত ১৩ জনের মধ্যে সবার লাশ শনাক্ত করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। তারা হলেন-
চাঁদপুর জেলার মতলবের বেলাল হোসেন বিল্লাল (২৮), মানিকগঞ্জের দৌলতপুরের খোকন মিয়া (২০), রাজশাহীর মোখলেসুর রহমান বাচ্চু (৩৫), লালমনিরহাটের হাতিবান্ধার মুকুল মিয়া (২২), শরিয়তপুর জেলার নড়িয়ার শবনম পারভীন ইতি (২৫), রাজধানীর শ্যামলীর তাজবির হাবীব (২৯), মোহাম্মদপুরের ফাতেমা ইসলাম ঈশিতা (২৪), ঝালকাটির রাশিয়া বেগম (৩৫), নোয়াখালী জেলার সোনাইমুরীর ওয়াজিউল্লাহ (২৮), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মন্টু মিয়া (২৮), আল মাহমুদ (১৮), ভোলা সদরের জহিরুল ইসলাম (২০) এবং সাভারের বালিপুরের আবজাল হোসেন (২৬)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহ আলম বাংলানিউজকে বলেন, অগ্নিদগ্ধ হয়ে নিহত ১৩ জনই শনাক্ত হয়েছে।
‘এরমধ্যে রোববার বিকেলে ১১জনের লাশ হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের লাশ সোমবার স্বজনদের দেওয়া হবে’-- জানান তিনি।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মিরপুর-১ এর সনি সিনেমা হল সংলগ্ন অ্যাপকো বাংলাদেশ লিমিটেডের পাঁচতলা ভবনের নিচতলায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ১৩জন কর্মকর্তা ও শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো অনেকে।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫, আপডেট: ১৯৪৮ ঘণ্টা