ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

আ’লীগ নেতার স্ত্রীর মৃত্যুতে শোক জানাতে মোহাম্মদপুরের বাড়িতে প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
আ’লীগ নেতার স্ত্রীর মৃত্যুতে শোক জানাতে মোহাম্মদপুরের বাড়িতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন আহমেদের স্ত্রী ফজিলাতুন নেছা বেগমের মৃত্যুতে শোক জানাতে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বাড়িতে যান।

প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন, একান্ত সচিব আবদুল মালেক, বিশেষ সহকারী মাহুবুবুল হক শাকিল ও সহকারী প্রেসসচিব আসিফ কবির এসময় তার সঙ্গে ছিলেন।



প্রধানমন্ত্রী শোকগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান এবং তাদের সহমর্মীতা জানান। মহিউদ্দিন আহমেদ ও তার দুই ছেলে, দুই মেয়ে এসময় সেখানে ছিলেন।    

এর আগে এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন আহমেদের স্ত্রী ফজিলাতুন নেছা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

শোকবাণীতে প্রধানমন্ত্রী মরহুম‍ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময় ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।