ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ছেড়েছেন বিতর্কিত পাকিস্তানি অ্যাটাচে মাযহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ঢাকা ছেড়েছেন বিতর্কিত পাকিস্তানি অ্যাটাচে মাযহার মোহাম্মদ মাযহার খান

ঢাকা: অবশেষে পাকিস্তান হাইকমিশনের বিতর্কিত কনস্যুলার অ্যাটাচে মোহাম্মদ মাযহার খান ঢাকা ছেড়েছেন।

গত শনিবার (৩১ জানুয়ারি) জানুয়ারি পিআইএ’র একটি ফ্লাইটে সপরিবারে ঢাকা ছাড়েন তিনি।

বিভিন্ন অপরাধে অভিযুক্ত ছিলেন পাকিস্তানি এই মাযহার খান।  

তার ঢাকা ত্যাগের বিষয়টি পাকিস্তান হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, রোববার পাকিস্তান দূতাবাস আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে মাযহার খানের ঢাকা ত্যাগের বিষয়টি জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আমরা তার (মাযহার) অবৈধ কার্যক্রম সম্পর্কে প্রমাণসহ জানতে পারার পর পাকিস্তান মিশনকে তাকে ফেরত পাঠানোর জন্য নির্দেশ দিই।

তিনি জানান, মাযহার কোনো কূটনীতিবিদ নন।

মাযহার খানের বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি সংগঠনের অর্থায়ন, মুদ্রাপাচার, জালমুদ্রা সরবরাহসহ নানা অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

জানুয়ারি মাসে পুলিশ তাকে (মাযহার খান) হাতেনাতে আটক করলেও পরে হাইকমিশনের তৎপরতায় বনানী থানা থেকে ছাড়া পান তিনি।

গোয়েন্দা অনুসন্ধানেও তার জঙ্গি কানেকশনের পাশাপাশি নানা অপতৎপরতার তথ্য-প্রমাণ মিলেছে। সে জন্য দ্রুত সময়ের মধ্যে মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার বনানীর মৈত্রী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাযহার খান ও মজিবুর রহমান নামে দুজনকে আটক করা হয়।

আটক হওয়ার মুহূর্তে মাযহার কিছু কাগজ ছিঁড়ে ফেলেন। সেগুলো পরে জোড়া দিয়ে পুলিশ দেখতে পায়, তাতে বেশ কিছু বাংলাদেশি পাসপোর্ট নম্বর ও নাম রয়েছে।

ভিয়েনা কনভেনশনে ‘কূটনীতিককে দায়মুক্তি’র বিধান রয়েছে। ওই বিধান অনুযায়ী, ওদিন রাতেই দূতাবাসের হেড অব চ্যাঞ্চারি সামিনা মেহতাবের কাছে অভিযুক্ত মাযহার খানকে বুঝিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।