ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে পাঁচটি ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
গুলশানে পাঁচটি ককটেল বিস্ফোরণ ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর গুলশান-২ এর গোলচত্বরে মোটর-শ্রমিক ইউনিয়নের সমাবেশকে লক্ষ্য করে পাঁচটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী কমিশনার নুরুল আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, হরতাল-অবরোধের প্রতিবাদে এ সমাবেশ করছিলো মোটর-শ্রমিক ইউনিয়ন। এ সময় পর পর পাঁচটি ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

এর পর ঘটনাস্থল ও এর আশেপাশে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময় : ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।