ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের পেছনে চিকিৎসকদের কোয়ার্টারের ভেতরের গ্যাসলাইনে লিকেজের কারণে আগুন লেগেছে।
তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বার্ন ইউনিটের প্লাটুন কমান্ডার (পিসি) মো. মাসুদসহ অন্যরা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য জানান।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরাজী জানান, গ্যাস পাইপ লাইনে লিকেজের কারণে আগুন লাগে। তিতাস গ্যাসের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
এদিকে দমকল বাহিনীর দুইটি ইউনিট ঢাকা মেডিক্যালে আসে।
আগুনের সংবাদে বার্ন ইউনিটের রোগী ও স্বজদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫