ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক কোয়ার্টারের গ্যাস লাইনে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
ঢামেক কোয়ার্টারের গ্যাস লাইনে আগুন ছবি : ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের পেছনে চিকিৎসকদের কোয়ার্টারের ভেতরের গ্যাসলাইনে লিকেজের কারণে আগুন লেগেছে।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বার্ন ইউনিটের প্লাটুন কমান্ডার (পিসি) মো. মাসুদসহ অন্যরা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

 

মেডিক্যাল ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে এ তথ্য জানান।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ফরাজী জানান, গ্যাস পাইপ লাইনে লিকেজের কারণে আগুন লাগে। তিতাস গ্যাসের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

এদিকে দমকল বাহিনীর দুইটি ইউনিট ঢাকা মেডিক্যালে আসে।

আগুনের সংবাদে বার্ন ইউনিটের রোগী ও স্বজদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।