ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে ১৩ পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
না.গঞ্জে ১৩ পেট্রোল বোমা উদ্ধার ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলার একটি বাড়ি থেকে ১৩টি পেট্রোল বোমা ও দুই লিটার পেট্রোল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার পাগলার দক্ষিণ নন্দলালপুর এলাকার জসিম মিয়ার মেস বাড়ি থেকে এসব পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জসিমের মেস বাড়িতে নাশকতার উদ্দেশ্যে পেট্রোল বোমা তৈরি করছে দুর্বৃত্তরা। এরপর  সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুর্বৃত্তরা অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।