ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের সাংবাদিক মফিজুল সাদিক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বাংলানিউজের সাংবাদিক মফিজুল সাদিক আহত মফিজুল সাদিক

ঢাকা: রাজধানীর গুলশান-২ গোলচত্বরে বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র করেসপন্ডেন্ট মফিজুল সাদিক আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে গুলশানে-২ গোরচত্বরে মোটর-শ্রমিক ইউনিয়নের সমাবেশের সংবাদ কভার করার সময় তিনি আহত হন।



মফিজুল সাদিক জানান,  মোটর-শ্রমিক ইউনিয়নের সমাবেশস্থলে বসে ল্যাপটপ খুলে সংবাদ লিখছিলেন তিনি। হঠাৎ সেখানে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটলে লোকজন ছোটাছুটি শুরু করেন। এ সময় মফিজুল মাটিতে পড়ে যান। তারপর লোকজন তার শরীরের উপর পাড়া দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন।

এতে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। এ সময় তার মোবাইল ফোনটি হারিয়ে যায় এবং ল্যাপটপটি ক্ষতিগ্রস্ত হয়।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।