ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
বগুড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

বগুড়া: বগুড়ার দুপচাচিয়া উপজেলার তালুচ বাজারে শুক্রবার(৬ ফেব্রুয়ারী) রাতে দুই পক্ষের সংঘর্ষে চার জন আহত হয়েছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-পান দোকানি আবু কালাম (২৫), আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী (৫৩) ও লাল মিয়া (৪৬) এবং অজ্ঞাত পরিচয় একজন।

দুপজাচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আবুল কালাম ও আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। হরতাল-অবরোধের দায়িত্ব পালনে ব্যস্ত থাকার সুযোগে শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় : ০৪৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।