ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
গাংনীতে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে ট্রাক ও স্যালোইঞ্জিন চালিত আলগামনের মুখোমুখি সংঘর্ষে সুলতান আলী (৭০) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ পাঁচ জন।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বামুন্দী তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, স্যালোইঞ্জিন চালিত আলগামন বামুন্দী বাজার থেকে যাত্রী নিয়ে বাওট বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের  (ঢাকা মেট্রো-ট- ১৬-৫২৯২) সঙ্গে আলগামনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলগামনের ছয় যাত্রী আহত হন।

আহতদের মধ্যে সুলতান আলীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বামুন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।

নিহত সুলতান আলী গাংনী উপজেলার সিন্দুরকৌটা গ্রামের মৃত সাদুমান আলী ওরফে হোসেন আলীর ছেলে।

আহতদের মধ্যে ছাতিয়ান হাওড়াপাড়া এলাকার ফজলুল হকের ছেলে জামরুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আকুবপুর গ্রামের ফজল আলীর ছেলে সখিরুল ইসলামকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া একই গ্রামের তক্কেল আলীর মেয়ে লিপি খাতুনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে গাংনী বাজার এলাকা থেকে ওই ট্রাকের চালক শহিদুল ইসলাম (৩১) ও চালকের সহকারী আনোয়ার হোসেনকে (৫০) আটক করেছে গাংনী থানা পুলিশ। এ সময় ঘাতক ট্রাকটিও জব্দ করে থানায় নেয় পুলিশ।

গাংনী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত হালদার জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।