ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
গাংনীতে বিষপানে স্বামী-স্ত্রীর মৃত্যু

মেহেরপুর: গাংনী উপজেলার ইকুড়ি গ্রামে অভাব অনটনের কারণে একসঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে একসঙ্গে বিষপান করেন বুজুর আলী ও তার স্ত্রী রোজিনা খাতুন।



বুজুর আলীর ছেলে জামিরুল ইসলাম জানান, অভাব অনটন ও পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যায় বুজুর আলী ও তার স্ত্রী রোজিনা খাতুন বিষপান করেন।   

পরিবারের লোকজন তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এরপর বুজুর আলীকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে বুজুর আলী মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, স্বামী স্ত্রীর মৃতদেহ থানায় নেওয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।