ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে আ.লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
কাশিয়ানীতে আ.লীগ নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ছবি : প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।



শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভাদুলিয়া গ্রামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আব্দুল রউফ জানান, তার ঘরের দরজায় একটি পেট্রোল বোমা  নিক্ষেপ করা হয়েছে। এতে দরজার উপর থাকা একটি গামছায় আগুন ধরে যায়। পরে বাড়ির লোকজন আগুন  নিভিয়ে ফেলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে  বলেন, লুকিয়ে থাকা বিএনপি-জামায়াতে দুর্বৃত্তরা এখন গুপ্ত হামলা শুরু করেছে। এদের  খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান বলেণ, এটি পেট্রোল বোমা কি-না তা এখনও আমরা নিশ্চিত না।   একটি কাঁচের বোতলে কেরোসিন ভরে ফিতায় আগুন লাগিয়ে দুর্বৃত্তরা নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে একটি গামছা পুড়ে গেছে। কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, বিষয়টি তদন্ত  করে দেখা হচ্ছে।

   
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।