মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ব্রাক্ষণবাজার ভাটেরা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, কুলাউড়া উপজেলার ব্রাক্ষণবাজার এলাকার ভাটেরা রোডে একটি বাস দাঁড় করানো ছিল। হঠাৎ ৭/৮জন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকলিমা আক্তার বাংলানিউজকে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫