ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে, রোব-মঙ্গলবারের সিদ্ধান্ত বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
দ্বিতীয় দিনের পরীক্ষা চলছে, রোব-মঙ্গলবারের সিদ্ধান্ত বিকেলে ছবি: ফাইল ফটো

ঢাকা: বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার দেশব্যাপী চলছে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা।

৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে।



মাদ্রাসা বোর্ডে হচ্ছে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।

হরতালের কারণে গত ৪ ফেব্রুয়ারির পরীক্ষাগুলো পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেয় শিক্ষা মন্ত্রণালয়।  

এদিকে হরতালে রোব ও মঙ্গলবারের পরীক্ষা হবে কি না- তার সিদ্ধান্ত জানা যাবে বিকেলে।

রোববার (০৮ ফেব্রুয়ার) থেকে ফের টানা ৭২ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

রোববার সকালে আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি প্রথম পত্র এবং কারিগরি বোর্ডে গণিত-২ (১৯২৩) ও গণিত-২ (৮১২৩) বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আট সাধারণ বোর্ডে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র; মাদ্রাসা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-২ (সৃজনশীল) ও সামাজিক বিজ্ঞান-২ (৮১২৪, সৃজনশীল/সাধারণ) বিষয়ের পরীক্ষা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রোববারের পরীক্ষার বিষয়ে শনিবার বিকালে সিদ্ধান্ত জানানো হবে।

গত ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর কথা থাকলেও ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে দু’দিনের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয়।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার চট্টগ্রামের সরকারি কলেজিয়েট স্কুল কেন্দ্রে পরিদর্শনে যাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।