চাঁদপুর: চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা।
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) রাতে এমভি বাগেরহাট-২ নামের একটি লঞ্চ থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, যাত্রীবাহী লঞ্চ এমভি বাগেরহাট-২ এ বিপুল পরিমাণ জাটকা পাচার হচ্ছে – গোপন এমন খবর পেয়ে লঞ্চটিতে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় লঞ্চ থেকে ১৫ মণ জাটকা উদ্ধার করা হয়।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে জাটকাগুলো দরিদ্র, দুস্থ লোকদের মধ্যে ও স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫