নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। এতে সুমাইয়া (৮) ও ফাহিম (৩) নামের দুই শিশু নিখোঁজ রয়েছে।
ডুবুরিরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকায় কয়লাঘাট নামক স্থানে শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া শীতলক্ষ্যা নৌ ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কুমিল্লা জেলার মেঘনা এলাকায় ট্রলারযোগে ৫০-৬০ জন শুক্রবার বন্দর উপজেলার মদনগঞ্জ চৌধুরীবাড়ি দরবারে যান। কাজ শেষে শনিবার সকালে তারা মেঘনার উদ্দেশে রওনা হর। ট্রলারটি মদনগঞ্জ কয়লাঘাট স্থানে পৌছালে আল্লার দান নামক একটি বালুবাহী ট্রলার সেটিকে ধাক্কা দেয়। ধাক্কায় যাত্রীবাহী ট্রলারের ৮/১০ জন ছিঁটকে নদীতে পড়ে যায়। সবাই সাতাঁর কেটে পাড়ে উঠতে পারলেও সুমাইয়া ও ফাহিম নামের দুই শিশু উঠতে পারেনি।
এদিকে বালুর ট্রলারটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ট্রলারের চালক ও হেলপার।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫