ঢাকা: রাজধানীর শ্যামলীতে জামায়াত-শিবির কর্মীদের ককটেল হামলায়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আহত হয়েছেন। আহত ওই ট্রাফিক সার্জেন্টকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় শ্যামলীতে শিশুমেলার উল্টোপাশে কর্তব্যরত সার্জেন্টের ওপর হামলা করে জামায়াত-শিবির কর্মীরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করে শেরে-বাংলা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে শেরেবাংলা থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫