পিরোজপুর: পিরোজপুরের নেসারাবাদে (স্বরূপকাঠী) পুলিশের উদ্ধার অভিযান চালাকালে সন্ত্রাসীদের গুলিতে বাচ্চু নামে আরেক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্বরুপকাঠি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মামুন ও কনস্টেবল বাবুল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে স্বরূপকাঠী শহরের জগৎপট্টি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় বাচ্চুকে আটক করে পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদে বাচ্চু জানান যে তিনি স্বরূপকাঠী পৌরসভার সাত নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মাওলানা দেলোয়ারের কথায় নাশকতার চেষ্টা করছিলেন। এর পরিপ্রেক্ষিতে দু’টি ককটেল ও দুই বোতল পেট্রোলসহ দেলোয়ারকে আটক করা হয়।
পরে বাচ্চুর স্বীরারোক্তি অনুযায়ী রাত ২টার দিকে তাকে নিয়ে অস্ত্র ও বোমা উদ্ধার অভিযানে যাচ্ছিলো পুলিশ। পথে স্বরূপকাঠী পৌর এলাকার ভূমি অফিসের কাছে গেলে বাচ্চুর সহযোগিরা তাকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাচ্চু মারা যান। এতে আহত হন ওই দুই পুলিশ সদস্য।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫