নাটোর: নাটোরের লালপুরে মাল বোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম উপজেলার ঈশ্বরপাড়া গ্রামের বাসিন্দা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, সকালে উপজেলার বিলমাড়িয়া বাজার থেকে মেয়ের বিয়ের জন্য মাংস কিনে সাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন নুরুল ইসলাম।
পথে রামকৃষ্ণপুর বাজারের সামনে মাল বোঝাই একটি ট্রাক পিছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫