ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২৮ ফেব্রুয়ারি ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন

সিনিয়র ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
২৮ ফেব্রুয়ারি ঢাকায় ৪র্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন

ঢাকা: বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) এর উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ৪র্থ আন্তর্জাতিক মানবসম্পদ সম্মেলন-২০১৫।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএসএইচআরএম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।



সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএইচআরএম এর সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৪র্থ সম্মেলনের সভাপতি মাশেকুর রহমান ও সম্পাদক  কাজী এম আহমেদ।

বঙ্গবন্ধু আন্তর্জআতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য সম্মেলনে অতিথি থাকবেন অস্ট্রেলিয়ান এইচআর ইনস্টিটিউটের সভাপতি এবং ওয়াল্ড ফেডারেশন অব হিউম্যান রিসোর্সেস অ্যাসোসিয়েশন-এর মহাসচিব পিটার উইলসন, ভারতের মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ টি ভি রাও প্রমুখ।

এবারের কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয়- পিপল ড্রাইভ বিজনেস।

মানবসম্পদ পেশাজীবীদের সংগঠন বিএসএইচআরএম ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ইতিমধ্যে এশিয়া প্যাসিফিক ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এবং ওয়াল্ড ফেডারেশন অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এর সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।