ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দোহারে ৩ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা সাউথ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
দোহারে ৩ মাদক ব্যবসায়ী আটক প্রতীকী

ঢাকা: ঢাকার দোহারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
 
শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ জয়পাড়া গাঙপাড় এলাকা থেকে আটক করা হয়।

  
 
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- মাদক ব্যবসায়ী আয়নাল (২৬) ও তার সহযোগী মেহেদী হাসান রনি (২০) ও লাবলী দেওয়ান (৩২)।
 
দোহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বাংলানিউজকে জানান, গাঙপাড় এলাকার মাদক ব্যবসায়ী আয়নালের বাড়িতে মেহেদী ও লাবলী অবস্থান করছিলেন।  
 
গোপন এ সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালায়। আটকের চেষ্টাকালে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে তারা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন।
 
পরে, ধাওয়া দিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দু’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  
 
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।