ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জানমাল রক্ষায় গুলি করা দোষ না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
জানমাল রক্ষায় গুলি করা দোষ না ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের বতর্মান ভায়লেন্স (সহিংসতা) অতীতের সবকিছুকেই ছাড়িয়ে গেছে। অতীতেও সহিংসতা হয়েছে তবে এতোটা বিভৎসতা দেখিনি বলে মন্তব্য করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) নুরুল হুদা।

এজন্য জনগণের জানমাল রক্ষায় পুলিশ যদি গুলি ছোড়ে তাতে দোষের কিছু দেখেন না তিনি।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিকের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ।

নুরুল হুদা বলেন, বতর্মানে যে অবস্থা চলছে তা খুবই উদ্বেগজনক। এ অবস্থা থেকে উত্তরণে অন্তত (মিনিমাম) সংলাপ হতে পারে। তবে সহিংসতার মধ্যে সংলাপ নয়, আবার সহিংসতা দমনের ভাষাও সহনীয় দরকার।
 
আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, আইনেই আছে কোনো পরিস্থিতিতে ৫/৭ জন লোক মারা যায় তবে ওই ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ যে কোনো ভূমিকা রাখতে পারবে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে যদি ফায়ারের (গুলি) নির্দেশ দেওয়া হয় তাতে দোষের কিছু হবে না। জনগণের জানমাল রক্ষায় পুলিশ গুলি করতেই পারে।

নুরুল হুদা বলেন, এ পরিস্থিতে আলোচনার পথ ঠিক করতে হবে। তার আগে অবরোধ হরতাল বন্ধ করতে হবে। আলোচনার আগে পরিবেশ ঠিক করা দরকার। এজন্য রাজনীতিবিদদের ভূমিকা রাখতে হবে।
 
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫/আপডেট: ১২২৫ ঘণ্টা

** চলমান পরিস্থিতিতে সংলাপ হবে না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।