ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শান্তির পক্ষে তৃতীয় লিঙ্গের মানববন্ধন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
শান্তির পক্ষে তৃতীয় লিঙ্গের মানববন্ধন ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রায় অর্ধশতাধিক সদস্য।



মানববন্ধন থেকে বর্তমান সহিংসতা নিরসন করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি জানানো হয়। একইসঙ্গে দেশের ২৫ লাখ এসএসসি পরীক্ষার্থীসহ ১৬ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়।

মানববন্ধন শেষে তারা একটি মিছিল করে। মিছিলে ‘সংলাপ নয় শান্তি চাই, বাঁচার মতো বাঁচতে চাই’ শিরোনামে শ্লোগান দেওয়া হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবিদা সুলতানা মিতু ও সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান ফটিক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।