ধুনট(বগুড়া): বগুড়ার ধুনটে হরতালবিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে রনজু আহম্মেদ (১৭) নামে এক ছাত্রকে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক আসাদুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
আহত রনজু আহম্মেদ উপজেলার জয়শিং গ্রামের মকবুল হোসেনের ছেলে এবং দশম শ্রেণির ছাত্র। রনজু আহম্মেদকে স্বজনরা আহত অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ ঘটনায় দুপুর ১২টার দিকে ওই শিক্ষকের বিরুদ্ধে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেছে আহত রনজু।
লিখিত অভিযোগে রনজু আহম্মেদ উল্লেখ করেছে- শুক্রবার বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে সোনাহাটা বাজারে অবরোধ-হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল হয়। সেই মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে অংশ নেয় সে।
মিছিলে অংশ নেওয়ার বিষয়টি বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদুর রহমানের নজরে পড়ে। এতে ক্ষুব্ধ হন তিনি। এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকলে তাকে মারপিট করেন ওই শিক্ষক।
শিক্ষক আসাদুর রহমান বাংলানিউজকে জানান, শ্রেণিকক্ষে গণিত বিষয়ে পাঠদানকালে রনজু আহম্মেদ মোবাইল ফোনে গেমস খেলছিল। তাই তাকে শাসন করা হয়েছে। তবে, এ বিষয়টি যে এভাবে গড়াবে তা ভাবতে পারেননি তিনি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান বংলানিউজকে জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫