সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে সুহান (১৪) ও সোবহান (১৬) নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি প্রেম যমুনার ঘাট থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে।
আটক সুহান সারিয়াকান্দি সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের আনোয়ার হোসেন প্রামাণিকের ছেলে। সোবহান একই গ্রামের রনজিৎ মণ্ডলের ছেলে।
সারিয়াকান্দি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫