ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেকে ৬২ দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
ঢামেকে ৬২ দগ্ধ

ঢাকা: অবরোধ-হরতালের নামে চলমান সহিংসতায় পেট্রোলবোমায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ৬২ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।



 দগ্ধদের মধ্যে পাঁচ বছরের শিশু মরিয়মের (৫) অবস্থা খুবই সঙ্কটজনক।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটায় ঢামেক বার্ন ইউনিটের পরিচালক আবুল কালাম নিয়মিত ব্রিফিংকালে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল পর্যন্ত পেট্রোলবোমা হামলায় সারা দেশে দগ্ধ ১২৩ রোগী ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি হন। এর মধ্যে ৮ দগ্ধ রোগী মারা গেছেন। ৬২ জন বর্তমানে ভর্তি আছেন। বাকিরা চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল ছেড়েছেন করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।