ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সংকট নিরসনে জাতীয় সংলাপ

সিভিল সোসাইটি নিয়ে পরোক্ষ সংলাপই সমাধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
সিভিল সোসাইটি নিয়ে পরোক্ষ সংলাপই সমাধান ছবি: রাজিব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান সংকট নিরসনে সিভিল সোসাইটির বিতর্কের বাইরে থাকা ব্যক্তিদের মধ্যে ৩-৫ সদস্যের কমিটি করে পরোক্ষ সংলাপের মত দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ‘জাতীয় সংকটে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে তিনি এ মত দেন।



ড. শাহদীন মালিকের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ।

আনোয়ার হোসেন বলেন, বর্তমান সমস্যা সমাধানে আ.লীগ, বিএনপি, জামায়াত ঘরানার সিভিল সোসাইটি দিয়ে সংলাপ সম্ভব নয়।
দেশের বির্তকিত নয় এমন সিভিল সোসাইটির সদস্যের কমিটি করে নিরপেক্ষ সংলাপ হতে পারে। এ কমিটি বড় দুইটি দলের কাছে সংলাপ প্রস্তাব নিয়ে যাবেন।
 
যদি দুই দল গ্রহণ না করেন তাহলে দুই দল থেকে নাম নিয়ে কমিটি করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। বর্তমান সংকট নিরসনে সংলাপের মাধ্যমে সমাধান করতেই হবে।

তিনি বলেন, দু’দলের মধ্যে বিরাজমান পরিস্থিতিতে মুখোমুখি। কোন দিন তারা সংলাপে বসবে না। তৃতীয় পক্ষ মানে সুশীল সমাজ প্রয়োজন। তবে দলবাজ সুশীল সমাজকে নিয়ে এ সংলাপ হবে না।

এ মুহূর্তে বাংলাদেশে কোন রাজনীতি নেই। যা হচ্ছে তা রাজনীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। রাজনীতিবিদদের মধ্যে কোন সুবচন নেই।

রাজনীবিদরা সুবচনের চেয়ে কুবচনে ব্যস্ত। দেশে কোন রাজনীতিবিদ নেই। তিনি রাজনীতিতে ‘ওপারেশন ক্লিন ফ্যাসিলিটেশন’ চান।

অধ্যাপক আনোয়ার বলেন,বঙ্গবন্ধু বলেছেন বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। কিন্তু সেই আদর্শ রাষ্ট্র গড়ে যেতে পারেন নি। এ আর্দশ রাষ্ট্র গড়তে হলে সবাইকে উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

** জানমাল রক্ষায় গুলি করা দোষ না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।