ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
হিলি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

হিলি (দিনাজপুর): বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে হিলি সীমান্তে নিধির মণ্ডল (৩০) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হিলি রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর টপকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয়।

 
 
এ সময় তার কাছ থেকে বাংলাদেশি ১ হাজার ৬৫ টাকা পাওয়া যায়। নিধির মণ্ডল ভারতের আলিপুর জেলার ফালাকাটা থানার রাইচেঙ্গা গ্রামের শুকলাল মণ্ডলের ছেলে।
 
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সকালে হিলি স্টেশন সংলগ্ন সীমান্তের সীমানা প্রাচীর টপকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়েছে।  
 
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীকে (বিএসএফ) পত্র দেওয়া হবে বলে তিনি জানান।
 
বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।