ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
অবরোধের নামে মানুষ হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: অবরোধে ও হরতালের আড়ালে সন্ত্রাস সহিংসতা বন্ধ, মানুষ হত্যার প্রতিবাদে ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠানের দাবিতে বরিশালে মানববন্ধন ও শান্তি মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন।

শনিবার (০৭ ফেব্রুয়ারি ) সকাল ১১টার দিকে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।



জনস্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক দেওয়ান ফকরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোকলেছুর রহমান, আবদুল রব হাওলাদার, স্বাস্থ্য বিভাগের পক্ষে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবদুল ওহাব হাওলাদার, সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান, জনস্বার্থ রক্ষা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট হিরন দাস ও সদস্য সচিব মনোয়ার ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা দেশব্যাপী হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক অমানবিক মানবতাবিরোধী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান।

একই সঙ্গে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে হরতাল-অবরোধ বন্ধের দাবিও জানান বক্তারা।

মানববন্ধন শেষে নগরীতে শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বরিশাল জনস্বার্থ রক্ষা কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক আন্দোলন, বরিশাল সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, বরিশাল জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ, সম্মিলিত বরিশালবাসীসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর বান্দরোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের আয়োজনে একই দাবিতে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিষদ, শিক্ষক পরিষদ, ইন্টার্নি চিকিৎসক পরিষদ, নার্সেস অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি ও ৪র্থ শ্রেণি কর্মচারী কল্যাণ পরিষদ নেতাসহ মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।