ঢাকা: সংলাপ বা নির্বাচনেই এ পরিস্থিতির সমাধান হবে না বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ড. এ টি এম শামসুল হুদা। তিনি বলেন, দেশের বতর্মান পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ‘জাতীয় সংকটে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিলে বৈঠকে তিনি এ মত দেন।
ড. শাহদীন মালিকের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ।
শামসুল হুদা বলেন, বতর্মান পরিস্থিতি একদিনে সৃষ্টি হয়নি। ক্ষমতার পালাবদল করেই এর সমাধান হবে না। এজন্য একটি যৌক্তিক সমাধান দরকার। এক্ষেত্রে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন থাকতে হবে।
তিনি বলেন, আমাদের সেনাবাহিনী, নির্বাচন কমিশন, পাবলিক সাভির্স কমিশন, বিচার ব্যবস্থা স্বনিয়ন্ত্রিত হতে হবে। এগুলোকে রাজনীতিকরণ করা যাবে না।
অচিরেই চলমান সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এ সমাধান স্থায়ী রুপ দেওয়ার দাবি জানান। সংবিধানের মধ্যে পরস্পর বিরোধিতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
তার মতে, সংবিধানে কিছু গলদ রয়েছে। এর সমাধান হওয়া দরকার।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫