মৌলভীবাজার: ইশারা ভাষা শিখব, ভাব বিনিময় করব -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সমাজসেবা কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাজসেবা কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক অরবিন্দ সেনগুপ্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজকল্যাণ পরিষদের নিবার্হী সদস্য সাইফুর রহমান বাবুল।
এতে বক্ত্যব রাখেন- প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট আব্দুল কাদের, শ্রবণ প্রতিবন্ধী মিলি চক্রবর্তী, ব্লুমিং রোজ স্কুলের প্রতিষ্ঠাতা বাবুল দেব রায় প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫