ঢাকা: বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করতে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বর্তমানে পুলিশের বক্তৃতা এমপি সাহেবরা দিচ্ছেন। এমপি সাহেবদের বক্তব্য পুলিশ দিচ্ছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।
ড. শাহদীন মালিকের সঞ্চালনায় এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একটা বিতর্ক চলছে, অদ্ভুত বিতর্ক। কেউ কেউ বলছেন, দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আবার কেউ কেউ বলছেন, দেশে স্বাভাবিক আন্দোলন চলছে। সমস্ত জনগণকে জিজ্ঞেস করেন। তারা বলবেন, দেশে চরম অবস্থা বিরাজ করছে। যারা এসব কথা বলছেন, তাদের দিয়ে এ অবস্থা স্বাভাবিক করা যাবে না।
তিনি বলেন, দেশে আওয়ামীকেন্দ্রিক বিএনপিকেন্দ্রিক বলয়ের রাজনীতি চলছে। যারা রুগ্ন কিন্তু বড় তাদের ছোট বানিয়ে দেন। যারা সুস্থ কিন্তু ছোট তাদের বড় বানিয়ে দেন। অভিভাবক হলো বাংলাদেশের জনগণ। সেই অভিভাবকই আমাদেরকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করবে।
তিনি বলেন, অনিষ্ট করার ওপর রাজনৈতিক দলের মূল্য নির্ভর করে। যে যতো বেশি অনিষ্ট করতে পারে, তার ততো বেশি দাম। পুলিশের বক্তৃতা এমপি সাহেবরা দিচ্ছেন। এমপি সাহেবদের বক্তব্য পুলিশ দিচ্ছে।
সিপিবি সভাপতি বলেন, জামায়াত ইজ আউট সাইড অব দ্য ডিসকাশন। জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেন না কেন? গণতন্ত্র যদি বিপদে পড়ে, সমাধান গণতন্ত্র কেটে দেওয়া নয়। বরং গণতন্ত্রকে আরও গণতান্ত্রিক করতে হবে। দেশের আসল নাগরিক জনগণকে রাস্তায় নামাতে পারলে আমরা এ অবস্থা থেকে মুক্ত পেতে পারি।
বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, সংলাপে সমাধান হবে না। নির্বাচন হলেও সমাধান হবে না। এ অবস্থার স্থায়ী সমাধান হতে হবে।
গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, প্রযুক্তিবিদ হাবিবুল্লাহ করিম, সাংবাদিক আবু সাঈদ খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫