রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার দুপুরে (০৭ ফেব্রুয়ারি) ট্রাকের হেলপার হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়ার বাবুল মিয়া (৪৫) ও কেন্দুয়া মধ্যেপাড়া এলাকার আব্দুল মোতালিবের ছেলে সাত্তার মিয়া (৪২)।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন মোল্লা বাংলানিউজকে জানান, সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের চাঁন টেক্সটাইল এলাকায় একটি চালবাহী ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অগ্নিদগ্ধ হন ট্রাক চালক বাদশা মিয়া ও হেলপার হেলাল উদ্দিন।
এ ঘটনায় দুপুরে ট্রাকের হেলপার হেলাল উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে বলেও জানান এসআই।
বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫