ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সংকট নিরসনে জাতীয় সংলাপ

পঞ্চদশ সংশোধনী সহিংসতার মূল কারণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
পঞ্চদশ সংশোধনী সহিংসতার মূল কারণ ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমান সংকটের জন্ম হয়। এ সংকটই বর্তমান সহিংসতার মূল কারণ বলে মত দিয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।


 
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ‘জাতীয় সংকটে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশনে তিনি এ মত দেন।
 
প্রযুক্তিবিদ হাবিব উল্যাহ করিমের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
 
সুব্রত চৌধুরী বলেন, বিজ্ঞ আইনজীবীদের বিরোধিতা সত্ত্বেও ফায়দা লুটতে পঞ্চদশ সংশোধনী করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিলই মূল কারণ।
 
তিনি বলেন, আবার ক্ষমতায় গিয়ে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চান। যে প্রক্রিয়ায় দেশ চলছে, তাতে কোনদিন শান্তি আসবে না।
 
যেখান থেকে সমস্যার শুরু হয়েছে, সেখান থেকে সমাধান শুরু না করলে বর্তমান সংকটের কোনদিন সমাধান আসবে না। র‌্যাব, পুলিশ বাহিনী দলবাজি শুরু করেছে। এতো বেশি দলবাজি ভালো নয়।
 
বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।