ঢাকা: বর্তমান সহিংস পরিস্থিতি চলতে থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন সাবেক অতিরিক্ত অ্যার্টনি জেনারেল এম কে রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে ‘জাতীয় সংকটে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশনে তিনি এ মত দেন।
প্রযুক্তিবিদ হাবিব উল্যাহ করিমের সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
এম কে রহমান বলেন, এদেশে অনেক আন্দোলন হয়েছে। কিন্তু পেট্রোল বোমায় মানুষ হত্যা, জ্বালাও পোড়াও হয়নি। আন্দোলনের নামে মানুষ হত্যা এখনই বন্ধ করতে হবে।
জাতিকে ঐক্যবদ্ধ করতে ‘কল’ দেওয়ার আহ্বান জানিয়ে রহমান বলেন, সমস্যা সমাধানে এখনই ঐক্যবদ্ধ হতে কল (আহবান) জানাতে হবে।
দেরি না করে সিভিল সোসাইটির সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আজ পর্যন্ত প্রায় ৮০ জন মানুষ মারা গেছেন। যারা মারা গেছেন, তারা সাধারণ মানুষ।
কোনো আইনজীবী, রাজনীতিবিদ বা তাদের ছেলে মারা যানানি। তাহলে সহিংসতার মূল্য তারা কিভাবে বুঝবেন?
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫