ঢাকা: রাজধানীর মহাখালীতে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতদের একজন র্যাব সদস্য বলে জানা গেছে। তার নাম ল্যান্স নায়ক উচ্ছেল (৩২)।
র্যাব-৪’র অপারেশন অফিসার (এএসপি) মাহফুজা খানম বাংলানিউজকে তার পরিচয় নিশ্চিত করেছেন।
নিহত উচ্ছেলের বাড়ি পঞ্চগড়ে। তিনি চিঠিপত্র বিতরণের কাজ করতেন। এর আগে তিনি (উচ্ছেল) বিজিবিতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালী এলাকায় ওই দুর্ঘটনায় পাঁচ জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে দু’জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রমজান।
নিহতদের একজন ল্যান্স নায়ক উচ্ছেল হলেও অপরজনের পরিচয় জানা যায়নি। এছাড়া জানা যায়নি আহতদের পরিচয়ও।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
** মহাখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
** রাজধানীতে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৫