ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর শিশু কবিতা খাতুন অপহরণ ও হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে আসামি শিহাব রেজা ও সাগর আহমেদকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার জরিমানার আদেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কবিতা খানম।


 
গত বছরের ৩০ আগস্ট পৌর এলাকার কালিগঞ্জ-ফুলবাগান এলাকার কোরবান আলীর চার বছরের মেয়ে কবিতা খাতুনকে অপহরণ করে আসামিরা।

ওইদিনই তাকে শ্বাসরোধ করে হত্যার পর শিশুটির পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা।

পরে কবিতার বাবা বিষয়টি র‌্যাবকে জানালে ৪ সেপ্টেম্বর শিহাব ও সাগরকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওইদিন রাতেই পোল্লাডাঙ্গা এলাকার একটি চাতালের পাশ থেকে কবিতার গলিত মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।