গোপালগঞ্জ: গোপালগঞ্জে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় সালাউদ্দিন মোল্লা (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন সদর উপজেলার জগারচর গ্রামের কাশেম মোল্লার ছেলে। আইডিয়াল কমার্স কলেজ থেকে এ বছর তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুপুরে মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে যাচ্ছিলেন সালাউদ্দিন। পথে হরিদাসপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫