ঢাকা: নৌবাহিনীর কর্মকর্তা কমডোর এম মোজাম্মেল হককে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এম মোজাম্মেল হককে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি নৌপরিহন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শামছুদ্দোহা খন্দকার ২০১১ সালের ৯ অক্টোবর প্রেষণে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।
বিসিএস (পুলিশ) ১৯৮২ ব্যাচের কর্মকর্তা শামছুদ্দোহা আগামী ৩ মার্চ তিনি অবসরোত্তর ছুটিতে যাবেন।
শামছুদ্দোহার স্থলাভিসিক্ত হচ্ছেন নৌ কর্মকর্তা এম মোজাম্মেল হক।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫